রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:৪২, ২২ মার্চ ২০২০

করোনাভাইরাস

রাঙামাটিতে নেমে কোথায় গেলেন ১৮৭ প্রবাসী

রাঙামাটিতে নেমে কোথায় গেলেন ১৮৭ প্রবাসী

রাঙামাটিতে চলতি মাসে বিভিন্ন দেশ থেকে ফিরেছেন ২৬৭ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৮০ জন। বাকিরা কোথায় গেছেন তা জানতে মাঠে নেমেছে পুলিশ।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তফা কামাল।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত ৮০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা বিভিন্ন দেশ থেকে ফেরা। তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন স্বাস্থ্য কর্মীরা। তাদের ১৪ দিন রাখা হবে।

এদিকে রাঙামাটিতে ইমিগ্রেশনের হিসাব অনুযায়ী ১লা মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত বিদেশ ফেরত ২৬৭জন হলেও হোম কোরান্টোইনে আছে ৮০জন।

উল্লেখ্য, ইতোমধ্যে করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় রাঙামাটি সরকারি কলেজের নতুন একাডেমিক ভবনে ৫০ শয্যা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা কেন্দ্রে ৫০ শয্যা ও কাপ্তাইয়ে নতুনভাবে নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ৫০ শয্যা মিলে সর্বমোট ১৫০ বেড প্রস্তুত করে রাখা হয়েছে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: