রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১২:২৯, ১ এপ্রিল ২০২১

রাঙামাটিতে প্রাণিসম্পদ বিভাগীয় আহবায়ক কমিটির সমন্বয় সভা

রাঙামাটিতে প্রাণিসম্পদ বিভাগীয় আহবায়ক কমিটির সমন্বয় সভা

। রাঙামাটি (সদর) প্রতিনিধি। প্রাণী বিভাগের মাধ্যমে দেশে বেকারত্ব দুর করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি পাহাড়ের দুর্গম এলাকা গুলোতে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের কাজ করার আহবান জানান।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকালে রাঙামাটি জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে, প্রাণিসম্পদ বিভাগীয় আহবায়ক কমিটির সমন্বয় সভায় তিনি এ আহবান জানান।

এ সময় রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও প্রাণিসম্পদ বিভাগের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরুন কুমার দত্ত, জেলা পিক ফ্রামের অতিরিক্ত পরিচালক ডা: মোঃ আতিকুর রহমান সহ জেলায় কর্মরত ভেটেরিনারিরা উপস্থিত ছিলেন।

পরে জেলা পরিষদ চেয়ারম্যান প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

আলোকিত রাঙামাটি