রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৫৬, ২০ ডিসেম্বর ২০১৯

রাঙামাটিতে বাড়ছে শীতের তীব্রতা: ফুটপাতে জমেছে গরম কাপড়ের বাজার

রাঙামাটিতে বাড়ছে শীতের তীব্রতা: ফুটপাতে জমেছে গরম কাপড়ের বাজার

শীত বাড়ার সাথে সাথে পাহাড়ি জেলা রাঙামাটিতে গরম কাপড়ের চাহিদা বেড়েছে। বেচাকেনায় জমে উঠেছে ফুটপাতের দোকানগুলো। নতুন কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় পুরনো কাপড় দোকানের দিকে ক্রেতারা ঝুঁকে পড়েছে। ফুটপাতের দোকানগুলি থেকে পাহাড়ে বসবাসরত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব কাপড় ক্রয় করছে।

 

 

গত কয়েকদিন ধরে শীতে প্রকোপ বাড়তে শুরু করেছে। শীত নিবারণে প্রয়োজন গরম কাপড়-চোপড়। প্রতি বছর রাঙামাটি জেলা ও উপজেলাগুলো শীতের প্রকোপ একটু বেশি হওয়ায় হিমশিম খেতে হয় পাহাড়ী গরীব পরিবারের। শীতে গরম পোশাক প্রয়োজন। তাই বেশি দামে নয়, কম দামেই গরম পোশাক কেনার দিকে মানুষ ঝুঁকছেন। 

 

 

শীত উপলক্ষে জেলার ১০টি উপজেলার হাট-বাজারগুলোতে শীতের পোশাক আমদানী ও বেচাকেনা শুরু হয়েছে। সবকিছুর দাম বৃদ্ধির সাথে সাথে বেড়েছে পোশাকের দামও। যে সকল মানুষ পেট পুরে দু’মুঠো ভাত খেতে পায় না, এ শীতে তাদের বাঁচা দায় হয়ে পড়েছে। তারপরও কাপড়-চোপড়ের অত্যধিক দাম। ফলে কোন রকমে শীত নিবারণের জন্য তারা কম মূলের কাপড় কেনার জন্য বাজারে ছুটছেন।

 

 

আগাম শীতেরভাব দেখেই রাঙামাটির বিভিন্ন ছোট-খাটো ব্যবসায়ীরা শীতের কাপড় ওঠাতে শুরু করেছে। বিক্রিও হচ্ছে ভালো। বেচাকেনায় জমে উঠেছে কাপড়ের হাটে।

আলোকিত রাঙামাটি