রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫৩, ৬ জুন ২০২১

‘রাঙামাটিতে ভূমিধ্বসে প্রাণহানি ঠেকাতে সকলকে সজাগ থাকার আহবান’

‘রাঙামাটিতে ভূমিধ্বসে প্রাণহানি ঠেকাতে সকলকে সজাগ থাকার আহবান’
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

॥ রাঙামাটি (সদর) প্রতিনিধি ॥ রাঙামাটি জেলায় আর কোন প্রাণহানি না ঘটে তার জন্য সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। রাঙামাটি শহর এলাকায় ৩৩টি ঝুঁকিপুর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যে কোন দুর্যোগ মোকাবেলায় সকলকে আশ্রয় কেন্দ্রে চলে আসার আহবান জানানো হয়েছে।

রোববার (০৬ জুন) রাঙামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এই আহবান জানানো হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুরর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ রাঙামাটি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক ও পৌর কাউন্সিলাররা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক জানান ২০১৭ সালের যে দূর্যোগ হয়েছে তা মাথায় রেখে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করেছি। কোন প্রকার দূর্যোগ দেখা মাত্র রাঙামাটির সকল প্রশাসনকে নিয়ে দূর্যোগ মোকাবেলা কাজ করা হবে। যাতে রাঙামাটি জেলা আর একটিও প্রাণহানির ঘটনা না ঘটে তার জন্য সকলের সকাজ দৃষ্টি রাখার আহবান জানান।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়