রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

শম্পু বাহাদুর থাপা

প্রকাশিত: ১৭:৫১, ২৭ ডিসেম্বর ২০১৯

রাঙামাটিতে মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আরো জেঁকে বসবে শীত

রাঙামাটিতে মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আরো জেঁকে বসবে শীত

ছবিঃ আমজাদ নান্টু


পূর্বাভাস অনুসারে শীতের তীব্রতার মধ্যেই রাঙামাটি সদর সহ বিভিন্ন উপজেলাতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে রাঙামাটির বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। এমনকি এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

এদিকে হঠাৎ বৃষ্টি ও তীব্র শীতে মুখ থুবড়ে পড়েছে ব্যবসায়ীদের বেচাকেনা। বৃষ্টির কারণে রাস্তাঘাট জনশূণ্য হয়ে পড়ে। জরুরি কাজে গরম কাপড় ও ছাতা নিয়ে ঘর থেকে বের হচ্ছেন সবাই।

বৃষ্টি সামান্য হলেও যারা এর কবলে পড়েছে, তারা কিছুটা বিড়ম্বনায় পড়েছে। শীতের এই দাপটের মধ্যে বৃষ্টিতে মানুষের কষ্ট ও বিড়ম্বনা দুই-ই বেড়ে যায়। বৃহস্পতিবার রাঙামাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। বেশির ভাগ মানুষকে প্রচণ্ড শীত কাবু করে ফেলে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কষ্টে পড়েন সবচেয়ে বেশি।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বৃষ্টি শেষে শুক্রবার রাত থেকে তাপমাত্রা আরো কমতে পারে। এতে শীতের তীব্রতা আরো বাড়বে। এছাড়া বৃষ্টি শেষে শৈত্যপ্রবাহের অঞ্চলের পরিমাণ আরো বাড়বে।

আলোকিত রাঙামাটি