রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৫৪, ১৪ মে ২০২১

রাঙামাটিতে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাঙামাটিতে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ- সারাদেশের ন্যায় রাঙামাটিতেও মুসলমানদের প্রধান ও বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে ঈদুল ফিতর উপলক্ষে আজ (১৪ মে) সকালে স্বাস্থ্যবিধি মেনে রাঙামাটির বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটির প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ির কেন্দ্রীয় মসজিদে। এখানে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৮টায় দু’দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রিজার্ভ বাজার জামে মসজিদে দু'দফায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রথম জামাত ও সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও বনরূপা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও শহরের অন্যান্য মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। 

রাঙামাটি জেলা প্রশাসক ঈদের নামাজ আদায় করেন রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মুছা মাতব্বর ও রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান রিজার্ভ বাজার জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। 
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়