রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৪৩, ৩ জানুয়ারি ২০২০

রাঙামাটিতে মহিলা হ্যান্ডবল প্রশিক্ষণার্থীদের সনদ পত্র বিতরণ

রাঙামাটিতে মহিলা হ্যান্ডবল প্রশিক্ষণার্থীদের সনদ পত্র বিতরণ

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকালে রাঙামাটি মারী স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রাঙামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থরা সহ-সভাপতি অঞ্জুলিকা খীসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ কে এম মামুনুর রশিদ। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরুপা দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জহুরা প্রমুখ।

বক্তারা বলে, প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি খেলোয়ার নিজেকে যোগ্য করে তুলেছে। রাঙামাটি বরাবরই খেলাধুলায় এগিয়ে ছিল, মাঝে কিছুটা পিছিয়ে পরেছিল, এই প্রশিক্ষণ সেই শূণ্যতা পুরন করতে পারাবে।

 

 

রাঙামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থা ১৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সফলতার সাথে কোর্স শেষ করে।

প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করের জেলা মহিলা হ্যান্ডবল দলের সাবেক খেলোয়াড় ও জাতীয় পর্যায়ের প্রশিক্ষক মুনমুন চাকমা ও লাক্সমি দেবী নেওয়ার।

আলোকিত রাঙামাটি