রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:২৩, ১০ জানুয়ারি ২০২০

রাঙামাটিতে মুজিববর্ষের কাউন্টডাউন শুরু

রাঙামাটিতে মুজিববর্ষের কাউন্টডাউন শুরু

সারাদেশের ন্যায় রাঙামাটি জেলায়ও মুজিববর্ষের কাউন্টডাউন শুরু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

এ সময় রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দীন, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ছাত্র ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়। জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্র ক্ষনটুকু ঢাকা থেকে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান দেখতে ভীড় জমায় অসংখ্য মানুষ। এর আগে রাঙামাটি শহীদ আব্দুল আলী মঞ্চে রাঙামাটির স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর প্রদর্শনী চলে। ৩ ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে রাঙামাটি জেলা বিভিন্ন এলাকার শিল্পীরা নাচ, গান সহ বিভিন্ন আবৃত্তি পরিবেশন করেন।

পরে প্রধানমন্ত্রী শেক হাসিনা ঢাকায় মুজিববর্ষেও কাউন্টডাউন উদ্বোধনের সাথে সাথে রাঙামাটি জেলা প্রান্তে অতিথিরা কাউন্টডাউন উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন।

সন্ধা ৬ টা ১ মিনিটে শুরু হয় আতজবাজি প্রদর্শনী। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আলোকিত রাঙামাটি