রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১০, ২৯ অক্টোবর ২০২০

রাঙামাটিতে শিক্ষার্থীদের মাদক ও ধর্ষণ বিরোধী শপথ

রাঙামাটিতে শিক্ষার্থীদের মাদক ও ধর্ষণ বিরোধী শপথ

ছবি:- আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- এক হাতে গাছের চারা অন্য হাতে ধর্ষণকে লাল কার্ড দেখিয়ে রাঙামাটি পুলিশ পলওয়েল পার্কের সামনে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে শহরের পুলিশ পলওয়েল পার্কের সামনে ধর্ষণ ও মাদক না বলে বৃক্ষরোপন এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ পলওয়েল পার্কে বকুল গাছের চারা রোপন কর্মসূচির উদ্ধোধন করেন (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।

সংগঠনের সদস্যদের টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে, শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণ বিরোধী শপথ করেন। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রাতিষ্ঠতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক এম. কামাল উদ্দিন, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর মানিক, সংগঠনের তিতাস শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন, লাকসাম শাখার সাংগঠনিক সম্পাদক আহমেদ রায়হান, অর্থ সম্পাদক তাসফিন আহমেদ, দপ্তর সম্পাদক বাদশা পাটোয়ারি প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মাদক, ধর্ষণ ও বাল্য বিবাহ সহ সকল অপকর্মকে না বলে লাল সবুজ উন্নয়ন সংঘ রাঙামাটিতে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা রোপন ও বিতরণ করেছে সেটি প্রশংসার দাবিদার। যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। আসুন আমরা ধর্ষণ ও মাদককে না বলি। যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের ধরিয়ে দিন। করোনাকালিন সময়ে লাল সবুজ উন্নয়ন সংঘ ৬৪ জেলায় লাল কার্ড প্রদর্শন কর্র্মসূচি ও গাছের চারা বিতরণ কর্মসূচির সফলতা কামনা করছি।

সংগঠনের প্রতিষ্ঠতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, আমরা প্রতি বছর টিফিনের টাকা বাঁচিয়ে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করে থাকি। বর্তমান সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় ৪৬টি জেলায় এ পর্যন্ত ভ্রাম্যমান ৮৩ হাজার ৪০০ গাছের চারা বিতরণ করেছি। গত ৭ জুলাই থেকে কার্যক্রমটি শুরু করা হয়। রাঙামাটি ছিল ৫৬ তম জেলা। জেলার বিভিন্ন বিদ্যালয়ের মাঠ, গ্রাম ও রাস্তায় পথচারীদের মধ্যে এ চারা বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীরা সকল অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে গাছের চারা হাতে নিয়ে সবুজ বাংলা গড়ার শপথ নেন।
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়