রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৪১, ২২ ডিসেম্বর ২০১৯

রাঙামাটিতে সড়ক আইন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা

রাঙামাটিতে সড়ক আইন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা

রবিবার রাঙামাটি শহরের বনরূপা পুলিশ বক্সের সামনে জেলা প্রশাসনের নতুন সড়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে হেলমেট ব্যবহার না করা, লাইসেন্স আপডেট না থাকাসহ বিভিন্ন ধরনের অপরাধে ১৩টি যানবাহনকে নতুন মোটরযান আইনে নগদ অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।

 

 

এ সময় ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দীন বলেন, আমরা সড়ককে নিরাপদ করতে এবং চালকদেরকে নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে সম্যক ধারনা প্রদানের লক্ষ্যে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করছি।

অধিকমাত্রায় জরিমানা করে চালকদেরকে হয়রানী করা মোবাইল কোর্টের উদ্দেশ্য নয় জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দীন বলেন, আমরা চাই চালক ভাইয়েরা নতুন আইন সম্পর্কে ভালো ভাবে জেনে শুনে এবং আইন মানায় অভ্যস্ত হোক। এই লক্ষ্যে যৎসামান্য অর্থ দন্ডের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে ভবিষ্যতের জন্য সতর্ক করার জন্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হয় এবং আমাদের এই মোবাইল কোর্ট চলমান থাকবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়