রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:১৮, ২০ এপ্রিল ২০২১

রাঙামাটিতে সবজির দাম বেড়েছে দ্বিগুণ, বিপাকে নিম্ন আয়ের মানুষ

রাঙামাটিতে সবজির দাম বেড়েছে দ্বিগুণ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
 ছবি:- আলোকিত রাঙ্গামাটি

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ- লকডাউনে পার্বত্য জেলা রাঙামাটির বাজারগুলোতে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। লকডাউনের অযুহাতে কোন কোন সবজির দাম দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে। দাম বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ।

সরেজমিনে শহরের বনরুপা, রিজার্ভ বাজার ঘুরে দেখা যায়, লকডাউনের আগের দিনে প্রতিটি সবজির দাম যা ছিলো, তা লকডাউনে সরবরাহ কম এমন অযুহাতে বেড়েছে দ্বিগুণ দাম। দিনের ব্যবধানে ২০-৩০ টাকা কেজি দরের বেগুন এখন বিক্রি হচ্ছে ৬০- ৮০ টাকা। ৩০- ৪০ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৫০- ৬০ টাকায় ও ৪০ টাকার পটল বিক্রি হচ্ছে ৫০- ৬০ টাকা কেজি দরে। ৩০ টাকার ঢেঁড়স এখন বিক্রি হচ্ছে ৫০- ৬০ টাকায়। এছাড়াও অন্যান্য সবজির দামও দ্বিগুণ বেড়েছে।

সবজি কিনতে আসা ট্রাক চালক জসিম বলেন, ‘লকডাউনের কারণে তেমন রোজগার নেই। এর মধ্যে সব সবজির দাম বেড়েছে। আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই, এভাবে সবজির দাম বাড়লে পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচব?’।

মো: হামিদ নামের সবজি ক্রেতা বলেন, ‘হঠাৎ এত দাম বাড়লে সাধারণ মানুষ কিভাবে কিনবে? প্রশাসনের কাছে বাজার মনিটরিংয়ের দাবি জানাচ্ছি।’

পাইকারি সবজি ব্যবসায়ী নাইম বলেন, ‘লকডাউনের কারণে বাজারে সবজির সরবারহ কম হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। আমরা বাইরের বাজার থেকে বেশি দামে ক্রয় করেছি। তাই বাজারে বেশি দামে বিক্রি করছি। এছাড়াও গাড়ি ভাড়া বেশি হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়