রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:০৩, ৪ এপ্রিল ২০২০

রাঙামাটিতে হোম কোয়ারেন্টাইনে ১৮৬ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১১৯ জন

রাঙামাটিতে হোম কোয়ারেন্টাইনে ১৮৬ জনের মধ্যে ছাড়পত্র পেয়েছে ১১৯ জন

রাঙামাটি সদর প্রতিনিধিঃ- গত ২৪ ঘন্টায় রাঙামাটি জেলায় কাউকে হোম কোয়ারেন্টাইন নেয়া হয়নি। আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত রাঙামাটি জেলায় মোট ১৮৬ জনকে হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করেছে রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে থাকা ১১৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬৭ জন।

এদিকে, হোম কোয়ারেন্টাইনের থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকতে নিশ্চিত করতে কাজ করছে রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল টিম ও সেনাবাহিনী ও পুলিশ। অন্যদিকে পুরো রাঙামাটি জুড়ে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নজরদারী। শহরে দিন রাত প্রশাসনের মোবাইল টিম চালাচ্ছে অভিযান।

এদিকে রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, রাঙামাটির সার্বিক পরিস্থিতি ভালো আছে। আশা করছি সামাজিক দূরত্ব নিশ্চিত করা গেলেই সংক্রামন কোন ভাবেই ছড়িয়ে যাবে না। 

আলোকিত রাঙামাটি

সর্বশেষ