রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

ইমতিয়াজ ইমনঃ-

প্রকাশিত: ১৩:৫৫, ২৩ জানুয়ারি ২০২১

রাঙামাটিতে ২৬৮ গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর

রাঙামাটিতে ২৬৮ গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রাঙামাটি জেলায় ২৬৮টি গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার শনিবার (২৩ জানুয়ারী) রাঙামাটি কুমার সমিত রায় মিলনায়তনে রাঙামাটি সদর উপজেলার ৬০টি পরিবারের হাতে এই চাবি তুলে দেন।

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলার লক্ষী চাকমা, আনন্দ চাকমা ও ললিত চাকমা’র হাতে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
 

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: