রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:০৯, ১৭ ডিসেম্বর ২০২০

রাঙামাটিতে ৯নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প

রাঙামাটিতে ৯নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদকঃ- চোখের দৃষ্টি শক্তি যার নেই সেই বলতে পারে সে কতো বড় অসহায় বলে মন্তব্য করেছেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মঈন উদ্দিন। তাই সময় থাকতে নিয়মিত চক্ষু পরীক্ষা সহ চোখের যত্ন নিতে সকলের প্রতি আহবান জানান তিনি। 

গতকাল রাঙামাটি সরকারী কলেজে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি এ আহবান জানান।

রাঙামাটি পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন টিটুর উদ্যোগে এবং জবল-ই-নুর চক্ষু চিকিৎসালয় আয়োজিত চিকিৎসা ক্যাম্পে অন্যান্যের রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, রাঙামাটি যুবলীগ নেতা মোঃ আবু তৈয়ব, পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর জুবায়তুর নাহার সহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চিকিৎসা ক্যাম্পে স্থানীয় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন জবল-ই-নুর চক্ষু চিকিৎসালয়ের স্বত্তাধিকারী ডাক্তার শেখ মোহাম্মদ মুরাদ, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, লায়ন্স চক্ষু হাসপাতাল।

রাঙামাটি সরকারী কলেজ অডিটরিয়ামে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে রাঙামাটি শহরের ও ৯নং ওয়ার্ডের পাহাড়ী-বাঙ্গালী বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ৩ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ