রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৯:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০২১

রাঙামাটির পৌর নির্বাচনে ১৬ হাজার ভোট বেশি পেয়ে মেয়র হলেন আকবর

রাঙামাটির পৌর নির্বাচনে ১৬ হাজার ভোট বেশি পেয়ে মেয়র হলেন আকবর

রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী


নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২২ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মামুন রশিদের চেয়ে প্রায় ১৬ হাজার ভোট বেশি পেয়েছেন তিনি। মামুন রশিদ পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে জেলা নির্বাচন কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণ করা হয়। এ নিয়ে টানা দ্বিতীয়বার রাঙামাটি পৌরসভার মেয়র হয়েছেন জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী।

রাঙামাটি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী প্রজেশ চাকমা পেয়েছেন এক হাজার ৬৯২ ভোট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্সের প্রার্থী আব্দুল মান্নান রানা পেয়েছেন ২৬০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে পেয়েছেন ১ হাজার ৯৪৩ ভোট।

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়