রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৬:২৪, ৭ অক্টোবর ২০২০

রাঙামাটির রিজার্ভ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই

রাঙামাটির রিজার্ভ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই

ছবি:- আলোকিত রাঙ্গামাটি 


রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ বাস স্টেশন এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নয়টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে। বুধবার ভোর রাতে এই দূর্ঘটনা ঘটে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে অন্তত ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে তাদের। 

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ভোর রাত চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাতের শেষ সময়ে সংগঠিত এই অগ্নিকান্ডের সময় আশেপাশের সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলো। এসময় দোকানের ভেতরে থাকা জ্বালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনে মুহুর্তের মধ্যেই আগুন চারিপাশে ছড়িয়ে পড়ে। এতে করে ঘটনাস্থলের একটি মুদি দোকান, মোবাইল রিচার্জের দোকান,সেলুন, লাইব্রেরী, টেইলার্স, হোমিও প্যাথিক, পানের দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকানসহ মোট নয়টি দোকান আগুনে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা জানিয়েছেন, একটি মুদি দোকানের ভেতরে মিটার সংযোগস্থলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসলেও দোকানগুলোর মধ্যে জ্বালানী গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ হয়েছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে সংশ্লিষ্ট্য ব্যবসায়িদের সাথে আলাপ করে নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

এদিকে, সদর উপজেলা চেয়ারম্যান রোমান, স্থানীয় পৌর কাউন্সিলর, সেনাবাহিনীর সদস্যগণসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় স্থানীয়রা অভিযোগ করেন, ভোররাত চার টার সময় আগুন লাগার সাথে সাথেই বিদ্যুৎ বিভাগের জরুরী নাম্বারে কল করে বিদ্যুৎ সংযোগ বন্ধের অনুরোধ জানালেও আধাঘন্টা পর্যন্ত সংযোগ বন্ধ করেনি বিদ্যুৎ বিভাগ।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়