রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০০:২২, ৫ এপ্রিল ২০২১

রাঙামাটির শিমুলতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই

রাঙামাটির শিমুলতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ- রাঙামাটি চট্টগ্রাম সড়কের শিমুলতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (৪ এপ্রিল) রাত ১০ টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০ টার দিকে রাঙামাটি চট্টগ্রাম সড়কের শিমুলতলী এলাকায় একটি চায়ের দোকানে আগুন দেখতে পায়। তাৎক্ষণিক আমরা সকলে দোকানের তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে ৯ টা থেকে প্রবল দমকা হাওয়া বইতে শুরু করে। এ সময় আগুনের সূত্রপাত ঘটলে আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়য়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনত সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ মহসিন জানান, রাত ১০ টার দিকে আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। আপনারা জানেন আজ সন্ধ্যা থেকে বাতাসের খুব জোড় ছিলো। বাতাসের গতি বেগের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আমাদের ফায়ার সার্ভিসের পানি শেষ গেলে পাসপোর্ট অফিসের পানির সোর্স পাওয়ায় আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। 

আলোকিত রাঙামাটি