রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:২৬, ২১ জুলাই ২০২০

রাজস্থলী উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা

রাজস্থলী উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদের উদ্যোগে (২১ জুলাই) মঙ্গলবার সকাল ১০ টায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভায় রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ নিজ নিজ সমস্যা গুলো উপস্থাপন করেন। বিশেষ করে ডাঃ রুইহ্লাঅং মারমা জানান, রাজস্থলী হাসপাতালের প্রায় এক একর নব্বই শতাংশ জায়গা কিছু লোকে বেদখল করে আছে। তাদের উচ্ছেদ করার নোটিশ প্রদানের জন্য আলোচনা হয়। যদি নোটিশ পাওয়ার পর দখলকারিরা জমি থেকে উঠে না যায় তাহলে রাঙামাটি জেলা প্রশাসক বরাবরে উচ্ছেদ মামলা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান মহামারি করোনা ভাইরাস থেকে বাচঁতে সকলকে সামাজিক দূরত্ব ও মাস্ক পরে চলাফেরা করার জন্য সভায় সকলকে অবহিত করেন।

রাজস্থলী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান থানার ওসি মফজল আহাম্মদ খান।

আলোকিত রাঙামাটি