রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:১৭, ১০ মার্চ ২০২০

‘রাজস্থলী উপজেলাকে সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলায় উন্নতি করতে হবে’

‘রাজস্থলী উপজেলাকে সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলায় উন্নতি করতে হবে’

রাজস্থলী প্রতিনিধিঃ- রাঙামাটির রাজস্থলী উপজেলার তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার সাথে দীক্ষা ও বিদ্যার সাথে বিনয় প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র রুপান্তর করতে চাই। সে উন্নত রাষ্ট্র রুপান্তর করতে হলে উন্নত জাতি গঠন করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা নিজ দায়িত্ব বোধ থেকে সু-শিক্ষিত হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বির্নিমানে কাজ করছে বর্তমান সরকার। আমাদের সন্তানরা বড় ডাক্তার হবে পুলিশ অফিসার হবে, সেনাবাহিনী হবে, সরকারি বড় কর্মকর্তা হবে, খেলাধুলার পাশা পাশি শিক্ষা অর্জন করে আমাদের দেশের সুনাম বয়ে আনবে।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান, প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিভিষন চাকমা, সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়