রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৭:২৫, ২৪ মার্চ ২০২১

রাজস্থলী থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

রাজস্থলী থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

রাজস্থলী প্রতিনিধিঃ- রাজস্থলী থানা পুলিশের উদ্যোগে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবিলায় মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) রাঙামাটির রাজস্থলী থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণের পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

এ সময় রাজস্হলী বাজারে জনসচেতনতামূলক মাস্ক বিতরণ করেন ওসি মফজল আহমদ খান ও সংগীয় অফিসার ফোর্সগণ।

এ সময় দূরদূরান্ত থেকে বুধবার সাপ্তাহিক হাটের দিনে বিভিন্ন এলাকার জনসাধারণকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন রাজস্থলী থানা পুলিশ।

এ ব্যাপারে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহমদ খান বলেন, করোনাভাইরাস এর প্রাদুর্ভাব দ্বিতীয় ধাপ মোকাবেলায় সারাদেশের ন্যায়ে বাংলাদেশ পুলিশের উদ্যোগের অংশ হিসেবে সচেতনতামূলক পরামর্শ ও মাস্ক বিতরণ করছি এবং এই উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

একজন পথচারীর সাথে আলাপ করলে তিনি জানান, পুলিশের এই সেবামূলক কর্মকাণ্ডে আমরা অত্যন্ত খুশি। তাই রাজস্থলী থানা পুলিশকে তিনি ধন্যবাদ জানান।

আলোকিত রাঙামাটি