রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৩১, ১৫ মে ২০২০

রাজস্থলীতে অস্ত্রের মুখে ২ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা

রাজস্থলীতে অস্ত্রের মুখে ২ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা

রাজস্থলী প্রতিনিধিঃ- রাঙামাটির রাজস্থলী উপজেলায় অস্ত্রের মুখে অপহরণের শিকার হলেন শিসু মারমা (৫০) ও শুমেউ মং মারমা (৫২) নামের দুই গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) ভোর রাতে গাইন্দা ইউনিয়নের চুশাক পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটায় সন্ত্রাসীরা। 

২নং গাইন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উথান মারমা ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহৃতরা কোনো রাজনীতির সাথে জড়িত ছিলোনা, আর কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে সেটি বলতে পারবোনা। 

স্থানীয় এলাকাবাসী সূত্র ও অপহৃতদের স্বজনদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাতের বেলায় একদল সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসীরা এই দুইজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে অজ্ঞাতস্থানের দিকে নিয়ে যায়। অপহ্নতদের পরিবার অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পড়েছে বলে জানা যায়।

এদিকে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহামদ খান জানিয়েছেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে পুলিশ।

এ দিকে এ ঘটনায় এলাকায় থমথম বিরাজ করছে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: