রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:০৮, ২০ জুলাই ২০২০

রাজস্থলীতে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচী

রাজস্থলীতে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচী

রাজস্থলী প্রতিনিধিঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারাদেশের ন্যায়ে পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর আনসার ভিডিপির ক্লাবের জায়গায় সোমবার (২০ জুলাই) বিকালে ফলজ, বনজ ও ঔষধী সহ নানা প্রজাতির একশত চারা গাছ রোপণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা আনসার ভিডিপির টি, আই মর্জিনা বেগম, উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ আইয়াল হোসেন, এপিসি সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মোঃ হোসেন, কামাল উদ্দিন, নেহাল মিয়া, কহিনুর বেগম, বাদল গাজী, ফজলুল করিম সহ প্রমুখ। 

এসময় টি,আই মর্জিনা বেগম অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ বাধ্যতামূলক মন্তব্য করে তিনি বলেন, প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিরাট ভুমিকা রয়েছে। তেমনি সুষম অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। মুজিববর্ষে রোপণ করা প্রতিটি গাছ ‘স্মারক বৃক্ষ’ হিসেবে উল্লেখ করে বলেন, মুজিববর্ষকে পৃথিবীর বুকে লালিত করতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিটা বাড়ির আঙ্গিনায় অন্তত ২টি করে বৃক্ষরোপণ করার আহবান জানান তিনি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়