রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:৫৮, ৫ সেপ্টেম্বর ২০২০

রাজস্থলীতে ইউএনও’র নিরাপত্তার জন্য আনসার মোতায়েন

রাজস্থলীতে ইউএনও’র নিরাপত্তার জন্য আনসার মোতায়েন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- উপজেলা পর্যায়ে সরকারের সমন্বয়কারী হিসেবে কাজ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত, উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভাপতি ও তারা। এতে প্রায় ঝুঁকি নিয়ে তাদের ভাল কাজ করতে হয়। এর ফলে স্থানীয় পর্যায়ে স্বার্থন্বেষী মহল তাদের ওপর অসন্তুষ্ট হয়। এ নিয়ে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ও ঘটে।

বিশেষ করে পার্বত্য অঞ্চলের ইউএনও দের মাঠ পর্যায়ে কাজ করার সময় ঝুঁকির মধ্যে পড়তে হয়। সম্প্রতি দিনাজপুর ঘোরাঘাট উপজেলায় নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর হামলার পর সরকার দেশের সব নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় আনসার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিশেষ সূত্রে জানা যায়, সারা দেশের উপজেলাতে ও আনসার মোতায়েন শুরু হয়েছে। আপাতত চার জন করে সশস্ত্র আনসার নিয়োগ দেওয়া হয়।

অপর দিকে নির্বাহী অফিসাররা এখনো উদ্বিগ্ন কেননা দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর বর্বর হামলার পর অনেক ইউএনও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক ঘোড়াঘাটের প্রসঙ্গে টেনে সাংবাদিকদের বলেন, আগে তো কোন দিন এমন হয়নি, গত কয়েক দিন আগে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় নির্বাহী অফিসার কে অতর্কিত ভাবে হামলা করে সন্ত্রাসীরা। ফলে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষনিক ঘোষনা দেন। ঘোষনার পরপর রাজস্থলী উপজেলায় নিরাপত্তার জন্য ৪ জন আনসার প্রেরণ করা হয়েছে। ফলে সার্বক্ষনিক তারা নির্বাহী অফিসারের বাস ভবন ও অফিসের নিরাপত্তা নিশ্চিত করবেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়