রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৩৪, ১৭ জুন ২০২০

রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে চারা বিতরণ

রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে চারা বিতরণ

রাজস্থলী প্রতিনিধিঃ- রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের আওতায় উপজেলার সুফল ভোগী জুম চাষীদের মধ্যে বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিনামূল্যে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক।

কারিতাস অফিস সূত্রে জানা যায়, ২০ জন জুম চাষী এবং ৬০ জন বাগান চাষী উপকারভোগীকে মিশ্র ফলজ ও ঔষধি চারাসহ প্রতি জনকে ৫৩টি করে চারা বিতরণ করা হয়েছে।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, এগ্রো-ইকোলজি প্রকল্পের কারিতাস রাজস্থলী উপজেলা অফিসের মাঠ কর্মকর্তা মি: সাধন কৃষ্ণ চাকমা এবং দায়িত্ব প্রাপ্ত মাঠ সহায়ক বৃন্দ ও বিভিন্ন পাড়ার সুফলভোগীগণ।

বিতরণকালে নির্বাহী অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জমিও খালি থাকবে না। আপনারা ফল মূল ও ঔষধি চারা রোপন করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠুন। বর্তমান করোনা ভাইরাসে অভাব অনটন দেখা দিতে পারে, তাই কারিতাসের উদ্যোগে যে পরিমান চারা দেওয়া হচ্ছে সেই চারা রোপণ করে পরিবারের জীবিকা নির্বাহ করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়