রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:৩৬, ২০ এপ্রিল ২০২১

রাজস্থলীতে গৃহবধুকে কুপিয়ে যখমকারীকে আটক করলো চন্দ্রঘোনা পুলিশ

রাজস্থলীতে গৃহবধুকে কুপিয়ে যখমকারীকে আটক করলো চন্দ্রঘোনা পুলিশ
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে এক গৃহবধুকে অতর্কিত ভাবে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো আগা পাড়া এলাকার ক্যসুইথই মারমা কে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ। 

উল্লেখ্য, গত শনিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় একই এলাকার এক গৃহবধুকে অতর্কিত ভাবে কোপানোর ঘটনা ঘটে। সে পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে ভিকটিমের পরিবার বাদী হয়ে গত ১৮ তারিখ রবিবার চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং০৩/ ১৮/০৪/২০২১ ধারা, ৩৪১, ৩০৭.৩২৩.৩২৪.৩২৬.৩৭৯.৫০৬/২।

বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা জানান, ঐ এলাকার স্থানীয় যুবক ক্যসুইথুই মারমা গৃহবধু কে একা পেয়ে অতর্কিত ভাবে ধাড়ালো ছুড়ি দিয়ে কোপাতে থাকলে সে আত্মচিৎকার করলে অভিযুক্তকারী গৃহবধুর হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয় এবং ধাড়ালো ছুরি দিয়ে এলোপাতারি কুপিয়ে মাথা, গলা, হাতে ও পায়ে যখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করে। অভিযুক্ত ক্যসুইথুই মারমা একই এলাকার রেগ্যা মারমার ছেলে। 

চন্দ্রঘোনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধুর পরিবারের পক্ষ হতে অভিযুক্ত ক্যসুইথুইকে আসামী করে চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করেন। ওসি আরো জানান, আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।

 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়