রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:২৬, ১১ মে ২০২১

রাজস্থলীতে জেলা পরিষদের সহায়তা পেল ৪০০ অসহায় পরিবার

রাজস্থলীতে জেলা পরিষদের সহায়তা পেল ৪০০ অসহায় পরিবার

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে ৪০০ শত অসহায় ও দরিদ্র পরিবার পেল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মানবিক সহায়তা।

মঙ্গলবার (১১ মে) সকাল ৯ টায় উপজেলা খাদ্য গুদামের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এ সময় বিভিন্ন  ইউনিয়নের ৪০০ জন অসহায় ও দরিদ্র পরিবার এর হাতে জেলা পরিষদের পক্ষ হতে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেন তিনি। বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

আলোকিত রাঙামাটি