রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৫৭, ১২ মার্চ ২০২০

রাজস্থলীতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

রাজস্থলীতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

রাজস্থলী প্রতিনিধিঃ- মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর, কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের ন্যায়ে রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যাগে (১২ মার্চ) বৃহস্পতিবার সকাল সারে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার হাসিবুল হাসান, প্রাথমিক শিক্ষা  অফিসার আবুল কালাম আজাদ, থানা অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান, যুব উন্নয়ন অফিসার সবিনয় চাকমা, সাংবাদিক আজগর আলী খান, ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ। 

পরিস্কার পরিচ্ছন্নতার সময় নির্বাহী কর্মকর্তা বলেন, ঝোপ ঝার সব সময় পরিস্কার রাখতে হবে, আশে পাশে পরিস্কার থাকলে আগুন পানি থেকে রক্ষা পাবেন। ফলে পরিস্কার পরিচ্ছন্নতা এ মুজিব বর্ষে অব্যাহত থাকবে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: