রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১০:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২১

রাজস্থলীতে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান

রাজস্থলীতে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান

রাজস্থলী প্রতিনিধিঃ- বৈশ্বিক মহামারী করোনার প্রতিষেধক ভ্যাকসিন টিকার দীর্ঘ প্রতিক্ষার পর গতকাল টিকা গ্রহণ শুরু হয়ে রাঙামাটির রাজস্থলীতে প্রথম টিকা গ্রহণ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। 

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এরপর আরএমও, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চিকিৎসকসহ অনেকে দুপুর পর্যন্ত প্রায় ২৯ জন টিকা গ্রহণ করেছেন বলে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান।

তিনি বলেন, অ্যাপসের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে রাজস্থলীর যেকোন মানুষ টিকা নিতে পারবেন।

আলোকিত রাঙামাটি