রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৭:২০, ৩০ জুন ২০২০

রাজস্থলীতে প্রশাসনের উদ্যাগে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা

রাজস্থলীতে প্রশাসনের উদ্যাগে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা

রাজস্থলী প্রতিনিধিঃ- রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার প্রতি মাসের ন্যায়ে উপজেলা প্রশাসনের উদ্যাগে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের উপস্থাপনায় সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান, ডাঃ রুইহলাঅং মারমা, কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলাম প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ। 

সভায় বিভিন্ন বিভাগের উত্থাপিত সমস্যা গুলো কর্মকর্তাগণ নিজ নিজ আলোচনা করেন। বিশেষ করে জাতীয় দৈনিক পত্রিকা যায়যায়দিন ও বিভিন্ন অনলাইনে রাজস্থলী সদর হাসপাতালের জমি অবৈধ দখলের সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। তাই প্রশাসন উপজেলা স্বাস্থ্য বিভাগ কে দখলকারীদের সাথে আলোচনা সাপেক্ষে বিহীত ব্যবস্থা নেওয়ার চূরান্ত সিদ্ধান্ত গৃহিত হয়। দখল কারীরা দখল কৃত জমি ছেড়ে না দিলে হাসপাতাল কর্তৃপক্ষ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সমন্বয় সভায় আলোচনা হয়। বর্তমান করোনা মহামারী আকার ধারণ করায় নির্বাহী অফিসার সকল কে সামাজিক দূরত্ব এবং সরকারের নির্দেশনা মেনে চলার সু-পরামর্শ দেন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ