রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:১০, ১৮ অক্টোবর ২০২০

রাজস্থলীতে প্রান্তিক চাষীদের নিয়ে মতবিনিময় সভা

রাজস্থলীতে প্রান্তিক চাষীদের নিয়ে মতবিনিময় সভা

রাজস্থলী প্রতিনিধিঃ- রাঙামাটির রাজস্থলী উপজেলায় বেসরকারী এনজিও এগ্রো ইকোলজি প্রকল্পের আওতায় বিভিন্ন ওয়ার্ডেরর প্রান্তিক চাষীদের নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

সভায় চাষীদের গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান। 

তিনি বলেন, চাষীরা বিভিন্ন সময় কৃষি বিভাগের পরামর্শ নিতে পারবেন। প্রয়োজনে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে সার্বিক সহযোগিতা নিতে পারেন। আপনাদের এলাকায় কাজু বাদামের চাষ করে অনেকে লাভবান হয়েছেন, আপনারা কাজু বাদামের চাষ করুন প্রয়োজন হলে সরকারি সুযোগ সুবিধা করে দেব।বিভিন্ন উৎপাদিত ফসলাদীর পরার্মশ নেওয়ার জন্য তিনি আহবান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাঠ কর্মকর্তা এগ্রো ইকোলজি সাধন কৃঞ্চ চাকমা, সাংবাদিক আজগর আলী খান সহ প্রান্তিক চাষীগণ উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি