রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৫১, ২৬ মার্চ ২০২১

রাজস্থলীতে শ্রদ্ধা আর ফুলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

রাজস্থলীতে শ্রদ্ধা আর ফুলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- যথাযোগ্য মর্যাদায় রাঙামাটির রাজস্থলীতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে বীর শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রেসক্লাব, সরকারি বেসরকারি ও এনজিও সংস্থা স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, শুক্রবার (২৬ মার্চ) সকাল ৮টায় রাজস্থলীতে বাংলাদেশ পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের অংশগ্রহণে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছাদেক, অফিসার ইনচার্জ মফজল আহামদ খান সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়