রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৮:০৪, ১৩ আগস্ট ২০২০

রাজস্থলীতে সেপটিক ট্যাংকের দূর অবস্থা, যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা

রাজস্থলীতে সেপটিক ট্যাংকের দূর অবস্থা, যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা

মোঃ মিরাজ, রাজস্থলীঃ- রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের মহব্বত পাড়া এলাকায় অবস্থিত ঘিলাছড়ি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র। দীর্ঘদিন যাবৎ কেন্দ্রের পিছনে ব্যবহৃত সেপটিক ট্যাংকটি পরিত্যাক্ত অবস্থায় থাকায় যে কোন মূহুর্তে দূর্ঘটনার আশংকা করা হচ্ছে, কর্তৃপক্ষের নজরে না রাখায় সেপটিক ট্যাংকটি ভেঙে বড় ধরনের গর্ত হয়ে পড়ে।

এ বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে আলাপ কালে তিনি জানান, আমি অল্প কয়দিন হয় যোগদান করেছি। আমার স্টাফদের নিয়ে আলোচনা করে কি ব্যবস্থা নিতে পারি চেষ্টা করবো। 

এদিকে এলাকাবাসী আশংকা প্রকাশ করে জানায়, কর্তৃপক্ষের উদাসীনতার কারনে অকালে অনেক প্রাণ ঝড়ে যেতে পারে। মহব্বত পাড়াটি জনবহুল এলাকা, প্রায় সময় ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসায় আসা যাওয়া করে। ফলে যে কোন মূহুর্তে দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। দ্রুত মেরাতম করার জন্য এলাকাবাসী ঊর্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়