রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:০৬, ১৮ মে ২০২০

রাজস্থলীতে ২৩ ইষ্ট বেঙ্গল কতৃক ত্রাণ বিতরণ

রাজস্থলীতে ২৩ ইষ্ট বেঙ্গল কতৃক ত্রাণ বিতরণ

রাজস্থলী প্রতিনিধিঃ- বিশ্বে নভেল করোনা ভাইরাস এর কারনে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় হত দরিদ্র শতাধিক কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন ২৩ ইষ্ট বেঙ্গল কাপ্তাই জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তৌহিদুজ্জামান (বি, এস, সি, পি, এস, সি) এর পক্ষে জোন উপ অধিনায়ক মেজর ইয়াসির আদনান। ত্রাণ সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, লবণ, তৈল, ময়দা, বিস্কুট ইত্যাদি। 

ত্রাণ বিতরণকালে উপ-অধিনায়ক মেজর ইয়াসির আদনান বলেন, সেনাবাহিনী প্রাণঘাতি মহামারি করোনা সংক্রমণ রোধে জন সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে জনসাধারণ কে সামাজিক দূরত্ব মেনে চলা সহ সহায়তা প্রদানের কার্যক্রম গ্রহণ করেন।

সোমবার (১৮ মে) সকাল ১০টায় তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শতাধিক কর্মহীন হতদরিদ্র  নারী পুরুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানকালে এসব কথা তিনি বলেন।

তিনি আরো বলেন, সেনাবাহিনী আপনাদের পাশে আছে পাশে থাকবে এবং যেকোন দূর্যোগ মোকাবেলায় কাজ করে যাবে। শিক্ষা স্বাস্থ্য সাংস্কৃতিক অঙ্গন দিয়ে ও যোগাযোগ ক্ষেত্রে সেনাবাহিনী সর্বাধিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ত্রাণ বিতরণের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন নাজমুস সাকিব, লেফটেন্যান্ট মাহাদি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজামান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশরাফ উদ্দিনসহ সেনা সদস্য বৃন্দ।

উপস্থিত চিংখ্যং মৌজার হেডম্যান চথোয়াইনু মারমা বলেন, সেনাবাহিনী আমাদের বন্ধু  আমাদের সার্বক্ষনিক সার্বিক সহযোগিতা দিয়ে আসছে। তাদের কর্তৃক প্রদত্ত হত-দরিদ্রের মাঝে ত্রাণ পেয়ে অতিমাত্রায় আনন্দিত হয়েছেন অসহায় কর্মহীন মানুষেরা।

এলাকার স্থানীয় বিরমহন তঞ্চঙ্গ্যা বলেন, আমরা খেটে খাওয়া মানুষ দিনে এনে দিনে খাই, সেনাবাহিনী আমাদের কে খাদ্য সহায়তা দিয়ে সাহায্য করেছে তাই আমরা মহা খুশি। সকলে ভগবানের কাছে প্রার্থনা করি সেনাবাহিনী সকলে ভাল থাকুক এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।

ক্যাপ্টেন নাজমুস সাকিব জানান, সেনাবাহিনীর এ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

আলোকিত রাঙামাটি