রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:৪০, ৮ এপ্রিল ২০২১

রাজস্থলীর সীমান্ত সড়কে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

রাজস্থলীর সীমান্ত সড়কে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির রাজস্থলীতে সোহেল নামের এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্বার করেছে রাজস্থলী থানার পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে রাজস্থলী- ফারুয়া সীমান্ত সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সোহেল নোয়াখালীর কবিরহাটের উত্তরলামসি গ্রামের জহজ মিয়ার ছেলে। সে সীমান্ত সড়কের ঠিকাদার আলমগীরের অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। 

বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান বলেন, রাজস্থলী উপজেলা হতে ফারুয়া পর্যন্ত চলছে সীমান্ত সড়ক নিমার্ণের কাজ। সেখানেই কাজ করতো সোহেল। তবে আজ সকাল ৭টা ৩০ মিনিটে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে কোন ভারী যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে তার মাথার খুলি বেরিয়ে যায়।

আলোকিত রাঙামাটি