রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাস

রাতারাতি তৈরি সেই হাসপাতালটি চালু করেছে চীন

রাতারাতি তৈরি সেই হাসপাতালটি চালু করেছে চীন

নতুন হাসপাতালটি


চীনে জরুরিভিত্তিতে রাতারাতি নির্মিত হাসপাতালটি চিকিৎসা সেবা দিতে শুরু করেছে। সম্প্রতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর জরুরি ভিত্তিতে একটি হাসপাতাল নির্মাণ শুরু করে দেশটির সরকার। হুবেই প্রদেশের উহান শহরে হুশেনশান নামের এ হাসপাতালটি নির্মাণ করা হয়েছে।

 

 

হাসপাতাল নির্মাণকাজ

 

গত ২৩ জানুয়ারি ১০০০ শয্যার হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়। মাত্র ১০ দিনের ব্যবধানে সোমবার সেটি উদ্বোধন করে রোগীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বর্তমানে হাসপাতালটিতে শুধুমাত্র করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে বলে জানা গেছে।

 

চলছে হাসপাতালের নির্মাণকাজ

 

এছাড়া উহানে আরো একটি হাসপাতাল তৈরি করা হচ্ছে। চলতি সপ্তাহের বুধবার সেটির নির্মাণকাজ শেষ হবে।  

দেশটিতে সর্বশেষ ৪২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৩৮ জন । আক্রান্তদের মধ্যে শুধুমাত্র হুবেই প্রদেশেরই রয়েছে ১১ হাজার।

 

হাসপাতাল নির্মাণকাজের শেষের অংশ

 

তবে কোনো কোনো আক্রান্ত রোগী এরইমধ্যে সুস্থ হয়েছেন। শনিবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ৩২৮জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সূত্র- পার্সটুডে

আলোকিত রাঙামাটি