রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৪৩, ৫ জানুয়ারি ২০২১

রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন ‘ইউএনও’

রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন ‘ইউএনও’
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ- গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা যেমন বেড়েছে তেমনি কষ্ট ভোগ করছে শীতবস্ত্রহীন মানুষগুলো। আর এই অসহায় মানুষের কথা চিন্তা করেই রাতের অন্ধকারে অসহায় দু:স্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার। 

সোমবার (০৪ জানুয়ারী) রাত ৮টায় কাউখালী উপজেলার কাউখালী সদর, পোয়াপাড়া, রাঙ্গীপাড়া, আমতল, সুইস গেইট, কাশখালী সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

রাঙ্গীপাড়া এলাকার শারীরিক প্রতিবন্ধী হাসিনা বলেন,আমার পরিবারের সবার শীতের কাপড় খুব দরকার ছিলো,শীতে খুব কষ্ট পাচ্ছিলাম আমরা। ঠিক ঐ মুহূর্তে ইউএনও স্যার রাতের বেলা আমাদের বাড়িতে শীতের কাপড় নিয়ে আসলেন। স্যার শুনেছিলাম অনেক ভাল মানুষ আজ তা প্রমান পেলাম। 

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার বলেন, সোমবার রাতে শীত জেঁকে বসলে আমি উপজেলাতে রাতের বেলা ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি, প্রচণ্ড শীত নিবারণের জন্য তাদের ন্যূনতম শীতের গরম কম্বল নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সহযোগিতা।

আলোকিত রাঙামাটি