রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৫৯, ৬ ডিসেম্বর ২০১৯

রাবিপ্রবি ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবিপ্রবি ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ৭ ডিসেম্বর সি গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সকালে রাঙামাটি শহরে কেন্দ্র-লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এবং শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, সেনা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং রাঙামাটি জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা সকালে পরীক্ষা কেন্দ্র দুটি পরিদর্শন করেন। 

“এ” ইউনিটে (ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ) ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু ১৪৪৭ জন। “বি” ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ৭৫টি আসনের জন্য ভর্তিচ্ছু ৯৬৩ জন এবং “সি” ইউনিটে (বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ) ২৫টি আসনের জন্য ভর্তিচ্ছু ৬২২ জন পরীক্ষার্থী পরীক্ষাং অংশ গ্রহণ করছে।

আলোকিত রাঙামাটি