রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:১১, ২৯ জানুয়ারি ২০২০

রাবেতা মঃ উঃ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়, বরণ ও পুরস্কার বিতরণ

রাবেতা মঃ উঃ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়, বরণ ও পুরস্কার বিতরণ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার  রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়।

বিদয়ালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আল মামুন ইবনে মিজান এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর, ঢাকা ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র জিএম আনিসুজ্জামান,  লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, রাবেতা হাসপাতাল প্রজেক্টের কো-অর্ডিনেটর ইসলাম শাহিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আক্তারুজ্জামান, বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে ফাহাদ আনজুম ও নপশীন আতিয়া কাব্য বক্তব্য রাখেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাথছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আহম্মদ, রাবেতা হাসপাতাল আর এমও ডাঃ তালহা।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের  ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ নুরুন্নবী। শেষে অতিথিগণ পরীক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়