রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১২:২৫, ২৫ নভেম্বর ২০১৯

রূপসী কন্যার দেশ বান্দরবানে ‘ইত্যাদি’

রূপসী কন্যার দেশ বান্দরবানে ‘ইত্যাদি’

ছবি: সংগৃহীত


বান্দরবান জেলার পর্যটন কেন্দ্র নীলাচলে ধারণ করা হয়েছে এবারের ‘ইত্যাদি’। মূলত পার্বত্য জনগোষ্ঠী ঐতিহ্যের সঙ্গে মিল রেখেই নির্মাণ করা আলোকিত মঞ্চে হাজারো দর্শকের উপস্থিতিতে এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে। 

প্রতিবারই ইত্যাদি অনুষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে এনেছে। এছাড়া প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের অচেনা-অজানা স্থানের তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করছে। 

এবার তারই ধারাবাহিকতায় বান্দরবানের ইতিহাস, ঐতিহ্যর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্য ভিত্তিক প্রতিবেদন। এছাড়া বান্দরবানে এমন এমন দুর্গম অঞ্চল রয়েছে যেখানে টিভি অনুষ্ঠান নির্মাণ তো দূরের কথা, কোনো টিভি ক্যামেরাও কখনো পৌঁছায়নি।

বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর সহযোগিতায় সেসব স্থানে গিয়েও অনেক চিত্র ধারণ করা হয়েছে। এছাড়াও রয়েছে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর চঞ্চল কান্তি চাকমার ব্যতিক্রমী উদ্যোগের ওপর একটি মানবিক প্রতিবেদন। এবারের আয়োজনে মূল গান রয়েছে দুটি। 

ইত্যাদিতে সবসময় ভিন্ন আঙ্গিকে বিষয় ভিত্তিক গান প্রচার করার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদিতে রয়েছে বাংলা ও মারমা গানের দু’জন প্রতিষ্ঠিত শিল্পীর কণ্ঠে একটি অনুরাগের গান। শিল্পী দু’জন হলেন—বাংলা গানের আঁখি আলমগীর এবং মারমা গানের মান মান সিং।

ইত্যাদির এই বান্দরবানের পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হবে ২৯ নভেম্বর রাত ৮ টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আলোকিত রাঙামাটি