রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:২৩, ৩০ জুন ২০২০

রোহিঙ্গা ক্যাম্পে আইসোলেশন ও ট্রিটমেন্ট সেন্টার চালু

রোহিঙ্গা ক্যাম্পে আইসোলেশন ও ট্রিটমেন্ট সেন্টার চালু

ছবিঃ সংগৃহীত


করোনা চিকিৎসায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুটি আইসোলেশন ও ট্রিটমেন্ট সেন্টার চালু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।

উখিয়া ও টেকনাফের দুটি ক্যাম্পে এসব সেন্টার চালু করা হয়। সংস্থাটির ন্যাশনাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ জানান, করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতা এবং স্বাস্থ্য সেবাকে আরো গতিশীল করতে এ উদ্যোগ। ৪৭ শয্যার এ দুটি কেন্দ্রে চিকিৎসা সেবা পাবে স্থানীয় ও রোহিঙ্গারা।

আগামী মাসের মধ্যে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২০ এ একশো বিশ শয্যার আরো একটি স্বাস্থ্য কেন্দ্র চালু করবে সংস্থাটি। পাশাপাশি রামু, কক্সবাজারসহ বিভিন্ন হাসপাতালে সেবা সুবিধা বাড়ানোয় সহযোগিতা দিচ্ছে আইওএম।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ