রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৫৯, ১৯ জানুয়ারি ২০২১

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আজ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আজ

কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী শিবির। ছবি: সংগৃহীত


রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক আজ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ থেকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৈঠকটির প্রস্তুতি হিসেবে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে গতকাল সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গাদের আস্থা ফেরানোর জন্য গ্রামভিত্তিক প্রত্যাবাসন  শুরুর প্রস্তাব বৈঠকে দেয়া হবে বলে গতকাল পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানিয়েছেন। 

২০১৭ সালের আগস্টের পর প্রায় আট লাখ রোহিঙ্গা রাখাইন থেকে প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশে পালিয়ে আসে। এরপর বিভিন্ন পর্যায়ে আলোচনার পর বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ২০১৮ সালে নিউ ইয়র্কে বৈঠক হয়। তবে পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক এই প্রথম।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়