রাঙামাটি । শনিবার, ১১ মে ২০২৪ , ২৭ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:০৬, ২২ অক্টোবর ২০২০

রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্তি রোধকল্পে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্তি রোধকল্পে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- রোহিঙ্গা ভোটার সনাক্তকরণ এবং নতুন রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্তি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্থানীয় চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা। কারন তারা জনগণকে জাতীয়তা সনদ, জন্মনিবন্ধন প্রদান করে থাকে এবং স্থানীয় পর্যায়ে জমি-জমা সংক্রান্ত বিষয়গুলো তারা দেখভাল করেন। তাই তারাই জানবে কারা এলাকায় বহিরাগত। 

বুধবার (২১ অক্টোবর) কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত দেশের ৩২টি বিশেষ অঞ্চলে বিদ্যমান ভোটার তালিকায় নতুন রোহিঙ্গা ভোটার সনাক্তকরণ ও নতুন রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্তি রোধকল্পে করণীয় বিষয়ে বিশেষ কমিটির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা ইউএনও মুনতাসির জাহান এসব কথা বলেন। 

এ সময় উপজেলা নির্বাচন অফিসার সালমা নাজনীন, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, পুলিশ, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি