রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৫০, ৭ ফেব্রুয়ারি ২০২১

লংগদুতে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন

লংগদুতে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন

।। নিজস্ব প্রতিনিধি, লংগদু।। সারাদেশের ন্যায় করোনা ভাইরাসের টিকা প্রদানের উদ্বোধন উপলক্ষে রাঙামাটির লংগদুতেও করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সর উপ স্বাস্থ্য সহকারী মেডিকেল অফিসার ডাঃ সমীরণ চাকমা কে করোনা ভ্যাকসিন প্রয়োগ করে টিকাদান কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়।

এরপর লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা, লংগদু উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন, স্বাস্থ্য কর্মী সহ ২০ জনকে করোনা ভাইরাস টিকা প্রদান করা হয়।  

লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা বলেন, আজ আমরা প্রাথমিক ভাবে ২০ জনের মাঝে করোনা ভ্যাকসিন প্রয়োগ করি। আগামীকাল থেকে নিয়মিত ভাবে নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তিনি আরো বলেন, এপর্যন্ত যারা ভ্যাকসিন নিয়েছে তারা সকলেই সুস্থ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী সহ প্রমুখ।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ