রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:২১, ২৮ জুন ২০২০

লংগদুতে কৃষক কৃষাণীর মাঝে প্রণোদনার নগদ অর্থ সহায়তা

লংগদুতে কৃষক কৃষাণীর মাঝে প্রণোদনার নগদ অর্থ সহায়তা

।। লংগদু প্রতিনিধি ।। ‘‘যারা যোগায় ক্ষুধার অন্ন আমরা আছি তাদের পাশে’’ নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে প্রান্তিক কৃষকদের যেন খাদ্য সংকটে পড়তে না হয় সেজন্য পারিবারিক কৃষির আওতায় বসতবাড়ির এক শতক জমিতে সবজি-পুষ্টি বাগান স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

তারই ধারাবাহিকতায় রবিবার (২৮ জুন) সকালে রাঙামাটির লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ের সামনে  করোনাকালীন সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় যেসব প্রান্তিক কৃষক এক শতক জমিতে শাকসবজি চাষাবাদের জন্য লংগদু উপজেলার ০৭ ইউনিয়নের মোট ২২৪ জন কৃষক কৃষাণির মাঝে বিনা মূল্যে বীজ-চারা ও প্রণোদনা বাবদ নগদ অর্থ সহায়তার চেক প্রদানকরা হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন প্রধান অতিথি হিসেবে কৃষক, কৃষাণীদের হাতে এই নগদ টাকার চেক তুলে দেন। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। এছাড়াও কৃষি সম্প্রসারণ বিভাগের  এসএপিপিও, এসএএও গণ উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি