রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২০

লংগদুতে গ্রাম্য ডাক্তার ফার্মাসিস্টদের ২দিনব্যাপী প্রশিক্ষণ

লংগদুতে গ্রাম্য ডাক্তার ফার্মাসিস্টদের ২দিনব্যাপী প্রশিক্ষণ

লংগদু প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদু উজেলায় এন্টিবায়োটিক ব্যবহারের উপর সচেতনতা সৃষ্টি, সংক্রমক ও অসংক্রমক রোগ বিষয়ে গ্রাম্য ডাক্তার ফার্মাসিস্টদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৩ জানুয়ারি) লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, উপজেলা স্যানেটারী পরিদর্শক অনন্ত চাকমার পরিচালনায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সমিরন ভট্টাচার্য।  

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার ৬০জন ফার্মাসিস্টগণ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়