রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:০১, ১৩ অক্টোবর ২০২০

লংগদুতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লংগদুতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লংগদু প্রতিনিধিঃ- "দুনিয়ার মজদুর এক হয়, মেহনতি মানুষ এক হয়" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের নির্দেশনায় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাঙামাটির লংগদু উপজেলা শ্রমিকলীগ।

শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গঠিত হয় জাতীয় শ্রমিক লীগ। এই উপলক্ষে লংগদু উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আব্দুল বারেক সরকার।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ৬নং মাইনীমূখ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারেক সরকার বলেন, বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থের বিষয়ে আন্তরিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় গড়া বাংলাদেশ আজ সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের শ্রমজীবী মানুষেরা আজ নিজেদের অধিকার আদায় করে স্বাচ্ছন্দ্যে জীবন যাবন করতে পারছে। মানুষের আয়ের পরিমান বেড়েছে।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মজিবুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৬নং মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ৭নং লংগদু ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হযরত আলী এবং রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ সম্পাদক নেছার উদ্দিন হৃদয় সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ।

আলোচনা সভার শেষে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে সকল নেতাকর্মীদের খাওয়ানো হয়।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ