রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২০

লংগদুতে জেলা তথ্য অফিসের উদ্যোগে দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা

লংগদুতে জেলা তথ্য অফিসের উদ্যোগে দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা

।। লংগদু প্রতিনিধি ।। রাঙামাটির লংগদুতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) লংগদু উপজেলা পরিষদ হলরুমে- জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা তথ্য অফিসের অফিস সহকারী অমীয় খীসার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ ফখরুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, শিশু ও নারীদের উন্নয়ন ঘটাতে হলে প্রথমেই শিক্ষার হার বাড়াতে হবে। আর শিক্ষার হার বাড়লে সচেতনতাও বৃদ্ধি পাবে। আমাদের সকলকে শিক্ষার ব্যাপারে আরো সচেতন হওয়া প্রয়োজন। বাল্য বিবাহসহ সকল অপরাধ কর্মকান্ডের কুফল সম্পর্কে জনগণকে বোঝাতে হবে। জনগণ সচেতন হলেই সমাজে অপরাধ কর্মকান্ড কমে যাবে। 

বক্তারা আরো বলেন, বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর তুলনার বাংলাদেশের মৃত্যুর হার তুলনামূলক কম কারন জননেত্রী শেখ হাসিনার যুগউপযোগী পদক্ষেপ গ্রহণ। বক্তারা সবাইকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সচেতন থাকার আহবান জানান।

আলোকিত রাঙামাটি