রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৪৭, ১৫ জুলাই ২০২০

লংগদুতে ‘পুগোবেল’র উদ্যোগে আলোচনা সভা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

লংগদুতে ‘পুগোবেল’র উদ্যোগে আলোচনা সভা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

।। লংগদু প্রতিনিধি ।। রাঙামাটি লংগদু উপজেলায় “যুব ও কিশোর-কিশোরীর স্বাস্থ্যসেবা” বিষয়ক কর্মসূচীর আওতায় স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলার স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা "পুগোবেল"-এর আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, ঢাকা’র অর্থায়নে লংগদু উপজেলার মানিকজোড় ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে মানিকজোড় ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুনু খীসার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক রিকো চাকমা, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য আরতি তালুকদার, পুগোবেল সংস্থার প্রোগ্রাম কো-অডিনেটর চম্পা চাকমা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন, পুগোবেল সংস্থার প্রোগ্রাম অফিসার প্রতুল চাকমা। এছাড়াও সংস্থার দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মীরাগনও এসময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ২০ জন করে পৃথক তিনটি গ্রুপে সর্বমোট ৬০ জন যুব ও কিশোর-কিশোরীকে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়