রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৫৭, ৩১ জুলাই ২০২০

লংগদুতে বজ্রপাতে দুটি গরুসহ এক গৃহিণীর মর্মান্তিক মৃত্যু

লংগদুতে বজ্রপাতে দুটি গরুসহ এক গৃহিণীর মর্মান্তিক মৃত্যু

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে দুটি গরুসহ এক গৃহিণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক রাত ১১ ঘটিকার সময় লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় বাসিন্দা মোঃ আব্দুর রহিমের স্ত্রী দুলু বেগম (৪৫) বজ্রপাতে নিহত হন। এ সময় একই ঘরের বারান্দায় থাকা দুটি উন্নত জাতের গরুও মারা যায়।

পরিবারিক সূত্রে জানা যায়, ঐ এলাকায়  রাতের বেলায় বৃষ্টি শুরু হলে দুলু বেগম এ সময় বারান্দায় বৃষ্টির পানি সংগ্রহ করছিলেন। তখন হঠাৎ বজ্রপাত ঘটলে বজ্রপাতের শক লেগে দুলু বেগম উঠানেই পড়ে যান। এ সময় তার গরু দুটিও মারা যায়। মাকে ঘরে ঢুকতে না দেখে পরিবারের সদস্যরা দৌড়ে এসে মাকে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ঐ গৃহিণীর মৃত্যু হয়।

স্থানীয় জনপ্রতিনিধি আবু তাহের জানান, তারা আমার এলাকার বাসিন্দা ছিলেন। বজ্রপাতের ঘটনার পর আমি ঘটনাস্থলে গিয়েছি।

এদিকে, লংগদু থানা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেন এবং পরিবারকে দাফন কার্য সম্পন্ন করার নির্দেশ দেন।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ