রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:১২, ১৯ অক্টোবর ২০২০

লংগদুতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধা গুরুতর আহত

লংগদুতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধা গুরুতর আহত

।। ওমর ফারুক মুছা, লংগদু ।। রাঙামাটির লংগদুতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধা মহিলা গুরুতর আহত হয়েছে। 

আহত ওই বৃদ্ধা হলেন, লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মারিশ্যাচর এলাকার মৃত গোলাম কিবরিয়ার স্ত্রী মোছাঃ ছকিনা বেগম (৮০)।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার সময় মারিশ্যাচর একই এলাকায় পাশবর্তী ছেলের ঘরে যেতে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে হঠাৎ বন্য হাতির আক্রমণের শিকার হন ওই বৃদ্ধা। 

জানা যায়, যখন তার মাকে হাতি ধরে, ছেলে এগিয়ে আসলে হাতি বৃদ্ধাকে ছেড়ে ছেলেকে ধরতে যায়। কিন্তু  তাকে আক্রমণ করতে না পেরে হাতি জঙ্গলের দিকে চলে যায়। হাতির আক্রমণের শিকার হয়ে বৃদ্ধার একটি হাত, পা, বুকে, পেটে পিঠে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় বৃদ্ধাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় রাবেতা হাসপাতাল নিয়ে যান।

উল্লেখ্য, লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যাচর, শিবার আগা, রাঙ্গীপাড়া, গুলশাখালী, চাইল্যাতলি এলকার সাধারণ মানুষরা প্রতিনিয়ত বন্য হাতির আক্রমণের স্বীকার হচ্ছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়রা।

ভূক্তভোগীরা দাবী করেন, নির্দিষ্ট কিছু কিছু স্থানে যদি ল্যাম্প পোস্ট দেওয়া হয়, তাহলে বন্য হাতির আক্রমণ থেকে কিছুটা হলেও রেহাই পেত বলে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ